শিলিগুড়ি, ২২জুন,প্রসেনজিৎ রাহা: সমাজে আজও প্রচুর ভালো মানুষ রয়েছেন। এক দুই জন দুষ্টু মানুষের জন্য সবাইকে খারাপের খাতায় ফেলে দেবেন না। আর ওই ভালো মানুষগুলো আছে জন্য এই পৃথিবীটাতে আজও মানবিকতা,কর্তব্য ও সততা শব্দগুলো বেঁচে আছে। মানুষের মধ্যে মানবিকতা এবং সততা যে আজও বেঁচে আছে তা বুঝিয়ে দিল সোমবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশনে প্ল্যাটফর্ম এর উপরে পড়ে থাকা দুটি ব্যাগ উদ্ধার করে পুনরায় সেই ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টার ঘটনা।
সোমবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশন এর এক নম্বর প্লাটফর্মে শিলিগুড়ির হায়দার পাড়ার বাসিন্দা সৌরভ কুমার আগারওয়াল দুটি ব্যাগ ফেলে রেখেই ডাউন উত্তরবঙ্গ ট্রেনে উঠে পড়েন। সৌরভ বাবু ভুলে যান যে তিনি তার দুটো ব্যাগ প্ল্যাটফর্মেই রেখেছিলেন। স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়ার বেশ কিছুক্ষণ বাদে বিষয়টি তার মাথায় আসে। তৎক্ষণাৎ তিনি বিষয়টি জানান ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা গভরমেন্ট রেল পুলিশের এএসআই দুলাল পাল কে।
এরপর দুলাল বাবু বিষয়টি ফোন করে জানান নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি থানায়। বিষয়টি শোনামাত্র নিউ জলপাইগুড়ি স্টেশন এর প্ল্যাটফর্ম অফিসার এএসআই দেবব্রত কর্মকার এবং তার বাহিনী স্টেশনের প্ল্যাটফর্ম চত্বরে সার্চিং অপারেশন শুরু করে। মিলে যায় খোয়া যাওয়া দুটি ব্যাগ। ব্যাগ খুলতে চক্ষু চড়কগাছ পুলিশের। একটি ব্যাগে ছিলো ল্যাপটপ,ইলেকট্রনিক্স বেশ কিছু সরঞ্জাম নথিপত্র। অপর ব্যাগে ছিল নগদ ৭২ হাজার টাকা,জামা কাপড় ও বেশ কিছু সরঞ্জাম।
দুটি ব্যাগ উদ্ধার করে নিউ জলপাইগুড়ি স্টেশন গভর্মেন্ট রেল পুলিশ এর কর্মীরা পুনরায় খবর দেন ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস এর নিরাপত্তায় থাকা এএসআই দুলাল পাল কে। দুলাল বাবুর কাছ থেকে ব্যাগ ফিরে পাওয়ার খবর জানতে পেরে খুশিতে চোখের জল চলে আসে সৌরভ আগরওয়াল এর। তিনি তৎক্ষণাৎ তার ভাইকে নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি কার্যালয়ে যেতে বলেন।
অপরদিকে এনজেপি স্টেশনে গভর্মেন্ট রেল পুলিশের তরফ থেকে তাঁকে বলা হয় উপযুক্ত প্রমান পত্রের নথি নিয়ে এসে ওই ব্যাগ সংগ্রহ করতে। এরপর রাত দশটা নাগাদ সৌরভ কুমার আগারওয়াল এর আত্মীয়-স্বজন নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি কার্যালয়ে এসে দুটি ব্যাগ, জরুরী নথি, ল্যাপটপ এবং নগদ ৭২ হাজার টাকা রেল পুলিশের হাত থেকে তুলে নেন।
গোটা ঘটনায় আরো একবার প্রমাণ হয়ে গেল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ সদা সতর্ক, সবসময় আপনার পাশে এবং কর্তব্য ২৪ ঘন্টা ৩৬৫ দিন সততা ও নিষ্ঠার সাথে। নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপির ইন্সপেক্টর ইনচার্জ অনুপম মজুমদার জানিয়েছেন পুলিশ পুলিশের কর্তব্য পালন করেছে। মানুষের আস্থা এবং বিশ্বাস পুলিশের উপরে আছে এবং থাকবে বলেই তিনি আশা প্রকাশ করেন।