ফ্ল্যাশমিডিয়ানিউজ ডেস্ক,৯জুলাই,মুর্শিদাবাদ: চার কেজি হেরোইন সহ গ্রেফতার তিনজন।জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার ওমরপুর থেকে চার কেজি হেরোইন সহ গ্রেফতার করা হয় তিনজন দুষ্কৃতীকে।
রঘুনাথগঞ্জ থানার পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওমরপুর এলাকার একটি হোটেলের সামনে থেকে দশ চাকার একটি ট্রাক আটক করে পুলিশ ট্রাকের ভেতরে চালকের আসনের তলা থেকে চার কেজি হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক মুল্য ২০ কোটি টাকা।
এই ঘটনায় ট্রাক চালক ও সহকারী চালক এবং অপর আরেক জন কে গ্রেফতার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মনিপুর থেকে ট্রাক টি এসেছিল। এবং বহরমপুরে হয়ে কলকাতার দিকে যাচ্ছিল।
ঠিক সেই সময় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও কলকাতা এসটিএফ এই অভিযান চালিয়ে চার কেজি হেরোইন উদ্ধার করে। জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের নাম ফিজাম নওবি সিং, থিয়াম সুরমঙ্গল মেটেই ও ইয়াখোম নওটোম্বো মেতেই। তিনজনই ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে।