জনার্দন রায়, ১সেপ্টেম্বর, জলপাইগুড়ি: ভ্যাকসিন নিতে গিয়ে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে আহত হলেন কমপক্ষে ২৫ জন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধুপগুড়ি ব্লকের শালবাড়ি ১ নং গ্রামপঞ্চায়েতের দুরামারি চন্দ্র কান্ত হাইস্কুলে। বানারহাট ব্লক প্রশাসনের উদ্যোগে দুরামারি চন্দ্রকান্ত বিদ্যালয়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়।
সকাল থেকেই ভিড় উপচে পড়েছিল। বহু মহিলা ও পুরুষ মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন। খবর পেয়ে ছুটে আসে বানারহাট থানার পুলিশ আধিকারিকরা। পুলিশ লাইন ঠিক করার সময়। স্কুল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকতে গিয়ে অনেক মানুষ পরে যান। মহিলাদের ওপর দিয়েই পুরুষদের যেতে দেখা যায়।
এই মর্মান্তিক ঘটনার জেরে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন, যার মধ্যে বেশিরভাগই মহিলা। ঘটনার জেরে কারো কান কেটে গেছে, পায়ে চোট লেগেছে। কারো মুখে আঘাতের চিহ্ন রয়েছে। নাক, মুখ, কান দিয়ে রক্ত পড়তে থাকে বেশ কয়েকজনের।
আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য দুরামারি প্রাথমিক স্বাস্থ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহত ২৫ জনের মধ্যে গুরুতর আহতদের ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল ও বীরপাড়া স্টেট্ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবশ্য প্রাথমিক চিকিৎসার জন্য কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে এই ঘটনার পর স্বাস্থ্য ব্যবস্থা ও পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন কি করে এতো বড়ো দুর্ঘটনা ঘটলো। এক মর্মান্তিক দুর্ঘটনায় কয়েকজন পুলিশ অধিকারিকও ভিড়ের মধ্যে পরে যান। এতো ভিড় হবে জেনেও কেন পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা হয়নি ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।