অভিষেক সিনহা,২আগস্ট, শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশের সাফল্য এটিএম লুুঠ করতে এসে ধরা পড়ে গেল দুই দুষ্কৃতী। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে দেবী ডাঙ্গা এলাকায় একটি এটিএম লুুঠ করতে ঢোকে একটি দুষ্কৃতীদল।
গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই ঐ অভিযান চালায় প্রধান নগর থানার পুলিশ।দুষ্কৃতীরা পুলিশের গাড়ি দেখে পালানোর চেষ্টা করে। ৫ জন পালিয়ে যেতে পারলেও দুই জনকে ধরে ফেলে পুলিশ। আটক করা হয় দুষ্কৃতীদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি।
ধৃত দুজনের নাম নরেন্দ্র শাহ এবং রাহুল সিং। জানা গিয়েছে রাহুল সিং ওই বোলেরো গাড়ির মালিক এবং চালক। প্রধান নগর থানার পুলিশ অভিযুক্ত দুজন কে আদালতে তুলে পুনরায় রিমান্ড চেয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করতে চাইছে পুলিশ।