অভিষেক সিনহা, ২৭আগস্ট, শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে প্রায় দেড় লক্ষ নকল সিগারেট উদ্ধার। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে প্রধান নগর থানার পুলিশ জংশন এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য পেল।
পুলিশ বেআইনিভাবে এই নকল সিগারেট পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের নাম ভোলা মাহাত এবং সন্দ্বীপ শ্রীবাস্তব। প্রধান নগর থানা সূত্রে জানা গিয়েছে ভোলা মাহাতো সন্তোষী নগরের বাসিন্দা এবং সন্দ্বীপ গঙ্গানগর এর বাসিন্দা। উদ্ধার হওয়া সিগারেটের কোনো নথি দেখাতে পারেনি দুই অভিযুক্ত।
উদ্ধার হওয়া সিগারেট প্রতিবেশী রাজ্য বিহার থেকে নিয়ে আসা হয়েছিল এবং শিলিগুড়ির লেকটাউন এলাকায় কোন গুদামে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল বলেই জানা গিয়েছে। এবং সেখান থেকেই শহরের বিভিন্ন দোকানে পৌঁছে যেত বলে প্রাথমিক অনুমান প্রধান নগর থানার পুলিশের। ধৃত দুই অভিযুক্তকে শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।