জনার্দন রায়,১৬আগস্ট,বানারহাট: স্বাধীনতা দিবসের রাতে বড়সড় দুর্ঘটনা ঘটল বানারহাটে। রবিবার রাত সাড়ে সাতটা নাগাদ বানারহাট থানা এলাকার চা বাগান সংলগ্ন এলাকায় ডায়না সেতুর কাছে ৩১ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হলেন দুজন। পাশাপাশি ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন বলে জানা গেছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন বীরপাড়ার বাসিন্দা বেদ প্রকাশ আগরওয়ালা এবং নাগরাকাটার চেংমারী চা বাগানের বাসিন্দা সনোজ কুজুর । আহতরা বীরপাড়া, চেংমারী চা বাগানের , নাগরাকাটার ও একজন দার্জিলিং এর বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা জানা গেছে রবিবার সন্ধ্যায় একটি চার চাকার ছোট গাড়ি প্রথমে একটি সাইকেল কে ধাক্কা মারে। সেই সময় দুটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনা বলে জানা গেছে।
তবে ছোট গাড়ির পিছনে আরো একটি ছোট গাড়ি ধাক্কা মারে। তিনটি ছোট গাড়ি ও একটি সাইকেল একইসঙ্গে দুর্ঘটনার কবলে পড়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বানারহাট থানার পুলিশ।
পুলিশ এবং দমকল বাহিনী পৌঁছে আহতদের উদ্ধার করে বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত তিনটি গাড়ি পুলিশ আটক করেছে। গোটা ঘটনার তদন্ত করছে বানারহাট থানা।