সৈয়দ নিজাম,৩০ আগস্ট, ডুয়ার্স: রবিবার বিকেলে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো ডুয়ার্সে। ডুয়ার্সের নাগরাকাটার পানঝোরার কাছে ৩১ নং জাতীয় সড়কে একটি ছোটো গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক চালক সহ দুইজনের। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
জানা গিয়েছে রবিবার বিকেলে নাগরাকাটা থেকে একটি বাইক চালসার দিকে যাচ্ছিল। সেই সময় একটি ছোটো গাড়ি শিলিগুড়ি থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল।সেই সময় বাইক এবং ছোট গাড়িটির সংঘর্ষ হয়। পথে চলাচলকারী অন্যান্য যানবাহনের চালক এবং যাত্রীরা আহতদের সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ দুর্ঘটনায় মৃত দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ সড়ক ছিল অবরুদ্ধ। পুলিস দুটো গাড়িকেই আটক করে থানায় নিয়ে আসে।