শিলিগুড়ি, ২০জুন,জাহিরুল হক: শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ির মার্ডার মোড়ের কয়েকটি দোকানে চুরির ঘটনার কিনারা করল এন জে পি থানার পুলিশ।উদ্ধার হল চুরি যাওয়া সামগ্রী। এই ঘটনায় দুই দুস্কৃতিকে গ্রেপ্তার করলো এন জে পি থানার পুলিশ।গত ১৪ই জুন ফুলবাড়ীর মার্ডার মোড়ে পরপর কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটে। ঘটনার পরপরই চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। ঘটনাস্থলে পৌছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
১৫ই জুন অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এন জে পি থানার পুলিশ। রবিবার নিউ জলপাইগুড়ি থানা পুলিশ সুত্রে জানা যায়, দোকানের পিছন দিকের টিনের বেড়া কেটে চুরির ঘটনা ঘটিয়েছিল দুস্কৃতিরা।তদন্তে নেমে শনিবার রাতে ফুলবাড়ির চুনাভাটি থেকে অম্বিকানগর নিবাসী মিঠুন শীল ও উজ্জ্বল বসাককে গ্রেপ্তার করে পুলিশ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী।ধৃতদের রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।