শিলিগুড়ি,২২জুন,জহিরুল হক: পাচারের আগেই একটি চারচাকা গাড়ি সহ দুই পাচারকারী পুলিশের জালে। তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশী রিমান্ডের আবেদন আদালতে।
উত্তরপ্রদেশ থেকে গাড়ি চুরি করে মনিপুরে বিক্রি করাই মুলত এদের কাজ।দির্ঘদিন ধরেই একটি গাড়ি চুরির চক্র এই কাজ করে চলছিল।পুলিশের কাছে সেই চুরি চক্রের খবর থাকা সত্বেও সেই চক্রটিকে পাকরাও করতে ব্যার্থ হচ্ছিল পুলিশ প্রশাসন।
তবে সোমবার মিলে গেল সাফল্য। সোমবার
রাত্রে ফুলবাড়ি ক্যানেল রোডে মহানন্দা ব্যারেজের কাছে এন জে পি থানার পুলিশের পেট্রোলিং এর সময়ে নজরে আসে একটি UP70FJ7961 নম্বরের চারচাকার Belenoগাড়ি।গাড়িতে থাকা দুই ব্যাক্তি গাড়ির সঠিক কাগজপত্র দেখাতে না পারায় সন্দেহ বারে পুলিশের।পরবর্তিতে গাড়ি সহ মনিপুরের দুই বাসিন্দা এল এম সিং ও টিডি সিং কে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে প্রকৃত তথ্য।
নিউ জলপাইগুড়ি থানার
পুলিশ সুত্রে জানা যায় গাড়িটি চুরির, উত্তরপ্রদেশ থেকে মনিপুরে বিক্রির উদ্যশ্য গাড়িটি নিয়ে যাওয়া হচ্ছিল।
মঙ্গলবার ধৃত দুই ব্যাক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে ৭দিনের পুলিশী রিমান্ডের আবেদন জানানো হয়।