শিলিগুড়ি,৩০এপ্রিল,প্রসেনজিৎ রাহা: প্রতিদিন যেভাবে গোটা দেশের পাশাপাশি বাংলায় করোণা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ফলে বলা যেতেই পারে পরিস্থিতি এখনো রয়েছে উদ্বেগজনক। বিগত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৪০৩ জন। মৃত্যু হয়েছে ৮৯ জনের। প্রতিদিন পশ্চিমবঙ্গে এখন ১৭ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। করোনার প্রথম ঢেউ থেকে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ২৮ হাজার ৩৫৮ জন। মৃত্যুর সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে, প্রথম ঢেউ থেকে বাংলায় করোনার কারণে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ হাজার ৩৩৭ জনের। করোনার হাত থেকে রক্ষা পেতে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়ার পাশাপাশি অব্যাহত করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঘটনাও।
রোজই করোনা সংক্রমণ বেড়ে চলেছে বাংলার প্রতিটি জেলায়। সরকারি তথ্য অনুযায়ী আক্রান্ত এবং মৃতের সংখ্যায় সবচেয়ে এগিয়ে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা। আর উত্তরবঙ্গের মধ্যে আক্রান্ত এবং মৃতের তালিকায় প্রথমে রয়েছে মালদা জেলা। তবে আক্রান্তে ও মৃত্যুতে পিছিয়ে নেই দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা ও। শিলিগুড়ি শহরও তালিকায় উপরের দিকেই।
জলপাইগুড়ি জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫২ জন। জলপাইগুড়িতে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১ জনের। দার্জিলিং জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯১ জন। আলিপুরদুয়ার জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ জন। কোচবিহার জেলায় আক্রান্ত ১৫১ জন। কালিংপং জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ জন। উত্তর দিনাজপুর জেলায় ২৯৩ জন। উত্তর দিনাজপুরের মৃত্যু হয়েছে ১ জনের।দক্ষিণ দিনাজপুরে আক্রান্ত হয়েছেন ১৭৪ জন। দক্ষিণ দিনাজপুরের মৃত্যু হয়েছে ১জনের। মালদায় আক্রান্ত ৫২৮ জন। মালদা জেলায় মৃত্যু হয়েছে ১ জনের।
মঙ্গলবার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এলাকাতেই ২১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মাটিগাড়া এলাকাতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ জন। নকশালবাড়িতে করোনায় আক্রান্ত ৩১ জন। ফাঁসিদেওয়ায় করোণায় আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ৪ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে বাংলার জেলায় জেলায়। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে প্রতিদিন। আর সেই কারনেই এই মুহূর্তে আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে।
আর সেই কারণেই ফ্ল্যাশ মিডিয়া নিউজ এর তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ,দয়া করে মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন, আর শারীরিক দূরত্ব মেনে চলুন, নিজে বাঁচুন অন্যকে বাঁচান। আর অবশ্যই টিকা নিতে ভুলবেন না।