শিলিগুড়ি,১৪জুন,জাহিরুল হক,জয়া রায়: গত ১১ ই জুন পুলিশের গাড়ি দেখে পালিয়ে যাওয়া ডাকাতদলের ২ পান্ডা কে গ্রেপ্তার করল পুলিশ।গত ১১ ই জুন নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত মাদানী বাজার সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্যশ্য দশ বারোজন দুস্কৃতির একটি দল জড়ো হয়েছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাদানী বাজারে অভিযান চালিয়ে গত ১১জুন তিনজনকে গ্রেপ্তার করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে আরো কয়েকজনের নাম পরিচয় জানতে পারে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
অবশেষে রবিবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে গোরামোড় থেকে আরও দু’জন দুষ্কৃতীকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃত দুই ব্যক্তির নাম বাবলু বিশ্বাস,বাড়ী দেশ্বন্ধুপাড়ায়,এবং বাবলু রায় বাড়ি সিপাই পাড়া।ধৃত দুই দুষ্কৃতী কে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।