সৈয়দ নিজাম, ১৪ সেপ্টেম্বর, ডুয়ার্স: রাতের অন্ধকারে ট্রাকটারের ট্রলি তে করে পাচার হচ্ছিল বালি বজরি।গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে ডুয়ার্সের মেটেলি থানার পুলিশ।বজরি ও বোল্ডার ভর্তি দুটি ট্রাক্টর ও ট্রলিকে আটক করে পুলিশ।যদিও পুলিশকে দেখে ট্রাক্টর এর চালক পালিয়ে যাওয়ায় তাদের ধরতে পারেনি পুলিশ।
সোমবার রাতে মেটেলি থানার পুলিস বাতাবাড়ি ফার্ম এলাকা থেকে ওই ট্রাক্টর ও ট্রলি দুটিকে আটক করে চালসার পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।এই মুহূর্তে রাজ্য সরকারের নির্দেশে নদী থেকে বালি বজরি তোলা বন্ধ আছে।তা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখে ধুলো দিয়ে বালি বজরি পাচারের কাজ করছে বলে পুলিশের কাছে বেশ কিছুদিন ধরেই খবর আসছিল।
দিনের বেলা পাচার বন্ধ থাকলেও রাতের অন্ধকারে ওই পাচারের কাজ করা হচ্ছিল।মেটেলি থানার পুলিশ সূত্রে জানা গেছে ,দ্রুত দুটি ট্রাক্টর ও ট্রলির মালিকদের বিরুদ্ধে আইনানুগ বাবস্থ্যা নেওয়া হচ্ছে।এই ধরণের অভিযান আগামীতেও চলবে বলে জানিয়েছে মেটেলি পুলিশ।