ঋষি চ্যাটার্জি, ১৩ সেপ্টেম্বর, শিলিগুড়ি: দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া থানার অন্তর্গত মুরালিগঞ্জ চেকপোস্ট থেকে ৪৬টি মহিষ ও বাছুর সহ গ্রেফতার দুই।গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্টে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে দুটি ট্রাক আটক করে পুলিশ। এবং ঐ ট্রাকেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মহিষ ও বাছুর।
এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম রমেশ রায়,তুলা রায়। রমেশ রায় বিহারের হালাই এর বাসিন্দা ও তুলা রায় বিহারের বৈশালির বাসিন্দা। বিধাননগর ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি ট্রাক থেকে ১৩টি মহিষ ও ১৩টি বাছুর এবং অপর আরেকটি ট্রাক থেকে ১০টি মহিষ ও ১০টি বাছুর উদ্ধার হয়েছে।
উদ্ধার হওয়া মহিষ ও বাছুর গুলো ইসলামপুর থেকে শিলিগুড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ।লাইভস্টক পারমিট না থাকা এবং সরকারি বিধি নিষেধের না মেনে গবাদি পশু নিয়ে যাওয়ার কারণেই ওই ট্রাকটিকে আটক করা হয়েছে। সোমবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।