প্রসেনজিৎ রাহা, ১সেপ্টেম্বর, মালদা: মুম্বাই থেকে জালনোট কিনতে এসে পুলিশের জালে দুই জন। ৫লক্ষ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩ জন। ধৃতদের মধ্যে দুইজন মু্ম্বাইয়ের বাসিন্দা।মালদার কালিয়াচক থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ঐ তিন জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকার জাল নোট। প্রত্যেকটি নোট ৫০০ টাকার। ধৃতদের মধ্যে ইফতিকার মুক্তার ও মোহাম্মদ ওয়াসিম খান দুজনই মুম্বাইয়ের বাসিন্দা। অপর ধৃতের নাম মোঃ আসামুল শেখ। সে মালদার মোথাবাড়ি থানা এলাকার বাসিন্দা।
মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার বাবুর বনা এলাকায় অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। সেখানেই গ্রেফতার করা হয় এই তিন ব্যক্তিকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকার জাল নোট। পুলিশ সূত্রে খবর মহারাষ্ট্র থেকে মালদায় জালনোট কিনতে এসেছিল মহারাষ্ট্রের ঐ দুই বাসিন্দা। মালদার মোথাবাড়ির বাসিন্দা আসামূল শেখের কাছ থেকে জাল নোটগুলি নিয়ে মহারাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তার আগেই পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করে। জালনোট গুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং এর পেছনে অন্য কে রয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার তদন্তকারী আধিকারিকেরা।