প্রসেনজিৎ রাহা, ৩সেপ্টেম্বর,শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে নতুন প্রতারণা চক্র। নকল সোনা স্বর্ণ ব্যবসায়ীদের কাছে বন্ধক রেখে ব্যবসায়ীদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার ছক করতে এসে ধরা পরল দুই ব্যক্তি। নকল সোনা বিক্রি করতে এসে অবশেষে শ্রীঘরে দুই অভিযুক্ত।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ি হিলকার্ট রোডের একটি জুয়েলারি শপে দুজন ব্যক্তি আসেন, কিছু অলংকার বন্ধক করতে চেয়ে তারা ওই স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে টাকা চান। এরপর ব্যবসায়ী অলংকারগুলো কেনার আগে যাচাই করে দেখতে দিয়ে চমকে যান। ওই স্বর্ণ ব্যবসায়ী দেখেন সেগুলি আসলে সোনার নয় বরং সেগুলি ছিল সোনার জলে চোবানো।
এরপর ওই দুই ব্যক্তিকে দোকানেই আটকে রাখেন স্বর্ণ ব্যবসায়ী এবং পার্শ্ববর্তী দোকানদারেরা। তাদের কাছ থেকে আরও নকল সোনা উদ্ধার হয়। এরপর ঐ স্বর্ণ ব্যবসায়ী খবর দেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানায়। খবর পেয়ে শিলিগুড়ি থানা পুলিশ এসে ওই অভিযুক্ত দুই জনকে আটক করে থানায় নিয়ে যায়।
জানা গিয়েছে হিলকার্ট রোডের আরেকটি দোকানে কয়েকজন এসে এমন ভাবেই নকল সোনা বন্ধক রেখে কিছুদিন আগেই প্রায় কুড়ি হাজার টাকা নিয়ে গিয়েছিল। এরপর থেকেই স্বর্ণ ব্যবসায়ীরা সতর্ক ছিল। শিলিগুড়ি শহর জুড়ে একটি চক্র এভাবেই স্বর্ণ ব্যবসায়ীদের প্রতারিত করে চলছে বলে জানা গিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।