দেবাশীষ দাস,২০আগস্ট,রায়গঞ্জ:দিনে দুপুরে মধুচক্রের আসর থেকে দুই মহিলাকে আটক করল রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জের উকিল পাড়ার রামকৃষ্ণ স্কুলের কাছে একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা৷ জানা গিয়েছে ওই মহিলাদের বাড়ি রায়গঞ্জ শহরেই।
অভিযোগ, দীর্ঘদিন ধরে রায়গঞ্জের উকিল পাড়ার বাসিন্দা শিশির গুহর বাড়িতে মধুচক্রের আসর বসছিল। কোনো সময় দুপুর আবার কোনো সময় সন্ধ্যার দিকে ওই বাড়িতে মধুচক্রের আসর বসত। বহিরাগত মহিলা ও পুরুষেরা ওই বাড়িতে নিত্যদিন আসায় সন্দেহ হয় আশপাশের বাসিন্দাদের মধ্যে। এইনিয়ে সোচ্চার হন স্থানীয় বাসিন্দারা৷ পাড়ার মধ্যে এসব অসামাজিক কার্যকলাপ বন্ধে তৎপর হন তারা।
এরপর দীর্ঘদিন তক্কে তক্কে ছিলেন পাড়ার বাসিন্দারা। দুই মহিলাকে ঐ বাড়িতে ঢুকতে দেখেই তাদেরকে আটক করতে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। এরপরই ঐ বাড়িতে চড়াও হন স্থানীয় লোকজন। বাড়ির সামনে বিক্ষোভও দেখান এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। এর পর ঐ দুই মহিলাকে আটক করে রায়গঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন এলাকা বাসীরা৷