জহিরুল হক, ১৩সেপ্টেম্বর, শিলিগুড়ি: প্রচুর কফ সিরাপ উদ্ধার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার পুলিশ।এই ঘটনায় গ্রেফতার দুই, মাটিগাড়া থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার রাতে মাটিগারা থানার অন্তর্গত শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে ঐ প্রচুর অবৈধ কফ সিরাপ উদ্ধার করে মাটিগাড়া থানার পুলিশ।
এই ঘটনায় মাটিগাড়ার বুড়ি বালাসন এর বাসিন্দা প্রকাশ শর্মা এবং ভুজিয়া পানির বাসিন্দা ঋত্বিক মিশ্র কে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার পুলিশ।ধৃতদের সোমবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই কফ সিরাপ প্রচারের কাজে যুক্ত ছিল। দীর্ঘদিন ধরেই তাদের ওপর নজরদারি রাখছিল পুলিশ। অবশেষে মিলল সাফল্য।