জনার্দন রায়,১লা জুলাই,জলপাইগুড়ি: বেকারত্বের জ্বালা আর সইতে না পেরে আত্মঘাতী হল জলপাইগুড়ির বি টেক ইঞ্জিনিয়ার শাহিনুর। দীর্ঘদিন ধরে বেকার ঘরে বসে থেকে মানসিক অবসাদে ভুগছিল শাহিনুর। আর ঐ মানসিক অবসাদেই আত্মহত্যার পথ বেছে নিল শাহিনুর বলেই অভিযোগ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কুকুর যান গ্রামপঞ্চায়েতের অন্তর্গত ভাঙা মালি এলাকায় বাসিন্দাদের।
শাহিনুর এর পরিবার সুত্রে জানা গেছে শাহিনুর এর চাকরি পরীক্ষা দিতে সোমবার কলকাতা যাবার কথা ছিলো। কিন্তু সকালে তার ঘরের দড়জা বন্দ দেখে তাকে ডাকাডাকি করে বাড়ির লোকেজন। সারা না মেলায় দড়জা ভাঙলে তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবার। এরপর শাহিনুরকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
শাহিনুর এর মা শাহনাজ বেগম বলেন, তার ছেলে দু বছর আগে রেলের পরীক্ষায় পাশ করেছিল।কিন্তু এখনো পর্যন্ত সেই চাকরি পায়নি। আর এ
সেই কারনেই বেকারত্বের যন্ত্রণা সারাক্ষণ কুড়ে কুড়ে খেতো তাকে। শাহিনুর এর মা জানান, ওর চাকুরির বয়স শেষ হয়ে যাচ্ছে এই কারনে শাহিনুর সব সময় চিন্তা করত, আর আর বলত,মা চাকরিটা আর পেলাম না। শাহিনুর এর মায়ের অভিযোগ বেকারত্বের জ্বালা আর সহ্য করতে পারছিল শাহিনুর।
শাহিনুরের মৃতদেহ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে থেকে পাঠানো হয় ময়নাতদন্তে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।তবে গোটা ঘটনায় শাহিনুর এর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের হয়নি। পুলিশ কেবলমাত্র একটি আত্মহত্যার মামলা রুজু করেছে।