রাকেশরায়,৫জুলাই,চোপড়া: কাকা ভাইপোর মধ্যে অশান্তির জেরে খুন হলো কাকা।রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর বাজার এলাকায় কাকা ভাস্তার মধ্যে বচসা চলাকালীন ছুরিকাঘাতে সুনীল সিং নামে কাকার মৃত্যু হয়।ভাস্তাত
চোপড়া থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রাতে মিঠু সিং ও সুনীল সিং অর্থাৎ কাকা ও ভাস্তা দুজনের মধ্যে বচসা বাধে। সেই সময় মিঠু সিং তার কাকা সুনীল সিংহকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। ঘটনার জেরে মৃত্যু হয় সুনীল সিং এর। অভিযুক্ত মিঠু সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।