শিলিগুড়ি,২৭মে,ফ্ল্যাশ মিডিয়া নিউজ: প্রেমে বিচ্ছেদ। আর সেই কারনেই নাবালিকা প্রেমিকাকে একা ফেলে পালাল প্রেমিক! অচৈতন্য অবস্থায় রাস্তার পাশে থেকে ঐ নাবালিকাকে উদ্ধার করল এলাকাবাসীরা। বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির টেকাটুলিতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নাবালিকা মেয়েটি জানিয়েছেন, তার বাড়ি ময়নাগুড়ি এলাকায়।
নয়মাস আগে এক যুবকের সাথে তার প্রনয়ের সম্বন্ধ গড়ে ওঠে। এরপর থেকে দুজনের প্রেমের গল্প বেশ ভালই চলছিল। কিন্তু বুধবার দুজনে ঘুরতে এসে তাদের মধ্যে কোন একটি বিষয় নিয়ে প্রেমের বিচ্ছেদ ঘটে। এর পর ঐ প্রেমিক তাকে ফেলে রেখে চম্পট দেয় বলেই অভিযোগ।
পরবর্তীতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার পুলিশ এসে নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। তবে হঠাৎ মাসের প্রেমে কেন বিচ্ছেদ তানিয়েই উঠছে প্রশ্ন। কিন্তু নাবালিকার এই প্রেমের গল্প নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। আর নাবালিকার পরিবার ও সমস্যায়।