জয়া রায়, ২রা,জুলাই, শিলিগুড়ি: মায়েদের জন্য শুরু হল করোনা ভ্যাক্সিনেশন সেন্টার। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের উদ্যোগে শুক্রবার সকাল দশটা নাগাদ শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের একটি কক্ষে এই ভ্যাক্সিনেশন সেন্টারের উদ্বোধন হয়।
শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এলাকার শুন্য থেকে বারো বছরের বাচ্চাদের মায়েদের জন্য আজ এই করোনা ভ্যাক্সিনেশন সেন্টারের উদ্বোধন করা হয় বলে জানান শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক গৌতম দেব ।আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান গৌতম দেব বলেন এরপরে জরুরী পরিষেবা সাথে যুক্ত এবং সমাজের অন্যান্য পেশার মানুষদের কেউ এখান থেকে ভ্যাকসিন দেওয়া হবে।
অনুষ্ঠানে গৌতম দেব ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার। অনুষ্ঠানে এসে শিলিগুড়ি
মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান গৌতম দেব জানান, মোট ১১টি ভ্যাক্সিনেশন সেন্টার আছে শিলিগুড়িতে। এরপর আস্তে আস্তে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডেই ভ্যাক্সিনেশন সেন্টার করা হবে।