জহিরুল হক,২০ আগস্ট, শিলিগুড়ি: অবশেষে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা পুলিশের হাতে গ্রেপ্তার ঘাতক ট্রাকের চালক।গত ১৬ ই আগষ্ট এন জে পি ট্রাক স্ট্যান্ডে ট্রাকের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় জাবরাভিটার বাসিন্দা ৫২ বছরের বিজয় পাশওয়ান নামে এক ব্যাক্তির।
ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় ঘাতক ট্রাকের চালক অভিযুক্ত নুর সালাম। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যুর ঘটনায় নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ জমা পরার পরই তার খোঁজে তল্লাশি শুরু করে এন জে পি থানার পুলিশ।শুক্রবার সকালে ফুলবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সেই ঘাতক গাড়ির চালককে।ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।