শিলিগুড়ি,১২জুন,পরিমল রায়়: কারা যেন বলতো মেয়েরা পিছিয়ে! তারা কি এখনো বলেন?রাজ্য, দেশ, রাজনীতি থেকে প্রশাসনিক সব কাজেই এখন লড়ছে ভারতীয় নারীরা, ঠিক এমনই এক নারীর গল্প আজ ফ্ল্যাশ মেডিয়া নিউজে।
ছেলেদের সাথে তালে তাল মিলিয়ে দিয়ে ‘অন লাইন ডেলিভারি গার্ল’ হিসাবে সংসাররের হাল ধরেছেন পুতুল৷ ২৯ বছর বয়সের পুতুল বর্মনের বাড়ি শিলিগুড়ির চম্পাসারী সংলগ্ন ঢাকনিকাটায়।পুতুলের বাবা ক্ষিতিষ বর্মন, একটি গ্যাস গোডাউনে শ্রমিকের কাজ করে কোনমত সংসার চালায়। বাবাকে কিছুটা অর্থনৈতিক সাহায্য করতে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করা শুরু করেছিল পুতুল।
রাজ্যে চলছে কড়া বিধিনিষেধ, অর্থনৈতিক সমস্যায় ওই প্রাইভেট কোম্পানি টি বন্ধ হয়ে যায়।
যার জেরে ঐ প্রাইভেট কোম্পানির কাজ হারাতে হয় পুতুলকে। এই দিকে লকডাউনে পরিবারে চরম আর্থিক অনটন। পরিবারের হাল ধরতে একজন মেয়ে হয়েও নাম লেখান জাতীয় স্তরের খাবার দ্রব্যের এক অন লাইন ডেলিভারি সংস্থায়। যা শিলিগুড়ি শহরে এক অনন্য নজির। সাধারনত ছেলেরাই এই অনলাইন ফুড ডেলিভারির কাজের সাথে জড়িত, সেখানে ‘ডেলিভারি গার্ল’ হিসাবে রাজবংশী ঘরের মেয়ে পুতুল বর্মন সম্ভবত প্রথম।যা অন্যান্য মেয়েদেরকেও উৎসাহিত করবে এই কাজে যোগদান করার বলেই মনে করে পুতুল।
পুতুলের বাবা ক্ষিতিষ বর্মন জানান ৫০ বছর আগে মাথাভাঙ্গার শিকারপুর থেকে রুজির টানে শিলিগুড়িতে এসেছিলেন ৩ ছেলে ৩ মেয়েকে নিয়ে । তিনি সাধারণ শ্রমিকের কাজ করেন,তাতে সংসার ঠিক মত চলে না। মেয়ে পরিবারের স্বার্থে এবং নিজে স্বাবলম্বী হওয়ার জন্য অনলাইন ফুড ডেলিভারি’র কাজ করে পরিবারকে সহযোগীতা করছে তাতে তিনি খুব খুশি।