প্রসেনজিৎ রাহা,২৩ আগস্ট, শিলিগুড়ি: রাখীবন্ধন উৎসব পালন করতে শিলিগুড়ি এলেন দিলিপ ঘোষ।উত্তরবঙ্গে দুদিনের সফরে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। রবিবার জলপাইগুড়ি জেলার লাটাগুড়ি থেকে শিলিগুড়ি ফিরে বিজেপির ৬ নম্বর মন্ডল কমিটির আয়োজিত রাখীবন্ধন অনুষ্ঠানে যোগ দিলেন তিনি।
ভারতীয় জনতা পার্টীর মহিলা মোর্চার পক্ষ থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষকে রাখী পরিয়ে রাখি উৎসব দিনটি উৎযাপন করা হয়।রবিবার সন্ধ্যায় এই রাখি বন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতির পাশাপাশি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও মাটিগাড়া-নক্সালবাড়ির বিধায়ক ও আনন্দময় বর্মন সহ শিলিগুড়ি জেলা বিজেপির নেতৃত্ব।এরপরেই শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্য রওয়া হন বিজেপির রাজ্য সভাপতি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ আলাদা রাজ্য প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান,আমি কোন নতুন রাজ্যের সাওয়াল করিনি।উত্তরবঙ্গের মানুষের বহুদিনের ইচ্ছা প্রকট করেছেন।আমাদের প্রতিনিধিরা সেকথাই বলেছেন।এরমধ্যে কোন অন্যায় নেই।বিজেপি কোনো বিভাজনে বিশ্বাস করে না। বিজেপি গোর্খাল্যান্ড ও সমর্থন করেনি।কামতাপুরী রাজ্যও সমর্থন করেনি। দীলিপবাবু বলেন বিজেপি চেয়েছে রাজ্যের উন্নয়ন। তিনি বলেন এরজন্যই কেন্দ্রীয় সরকার দুজনকে মন্ত্রী করেছে উত্তরবঙ্গ থেকে।