ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,২৩জুলাই, দার্জিলিং: ব্যবধান মাত্র মাস খানেকের। দার্জিলিংয়ের চিড়িয়াখানায় ফের জন্ম নিল Red panda। পশুপ্রেমীর জন্য এই সুখবর শোনালেন চিড়িয়াখানার অধিকর্তা ধর্মেন্দ্র রাই। পৃথিবী থেকে প্রায় বিলুপ্তির পথে Red Panda।
IUCN Red List-এ এই প্রাণীটি Endangered গোত্রভুক্ত। গোটা বিশ্বে এদের সংখ্যা দশ হাজারেরও নীচে। কেন হারিয়ে যাচ্ছে Red Panda? তা নিয়ে জনের নানা মত। চোরাশিকার তো বটেই, বাসস্থান অভাব বা বনভূমির হ্রাস পাওয়াও এর অন্যতম কারণ। এই পরিস্থিতিতে দার্জিলিংয়ে চিড়িয়াখানায় Red Panda-র জন্মের খবরে উচ্ছ্বসিত পশুপ্রেমীরা।
চিড়িয়াখানার অধিকর্তা ধর্মেন্দ্র রাই জানিয়েছেন, ‘মা ও শিশু দু’জনেই ভালো আছে’। এর আগে জুন মাসেও এই চিড়িয়াখানায় জন্ম হয়েছিল Red Panda শাবকের। এই রেড পান্ডার মা ইয়েশি এবং পিতা পাবু বলে জানিয়েছেন দার্জিলিং পদ্মজা নাইডু হিমালায়ান জুওলজিক্যাল পার্ক এর অধিকর্তা ধর্মেন্দ্র রাই। জানা গিয়েছে বেশ মজাতেই রয়েছে নয়া অতিথি।