অমর প্রধান,২৪জুলাই, শিলিগুড়ি: প্রচুর পরিমাণে বেআইনি মদসহ একটি ট্রাক আটক করল বাগডোগরা আবগারি বিভাগ। বাগডোগরা আবগারি বিভাগের আইসি সুভাষ হালদার এর কাছে আসা গোপন সূত্রের খবরের ভিত্তিতে UP নম্বরের একটি ট্রাক তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমানের মদ উদ্ধার হয়।
শনিবার সকালে বাগডোগরা আবগারি দপ্তর এর কাছে গোপন সূত্রে খবর আসে একটি কনটেইনারের করে নিয়ে যাওয়া হচ্ছে বেআইনি মদ। গোপন সূত্রে আশা খবরের ভিত্তিতে শুরু হয় ফুলবাড়ী ঘোষপুকুর সড়কে নাকা তল্লাশি। তল্লাশিতে মিলে যায় সাফল্য।
অরুণাচল প্রদেশ থেকে আসাম হয়ে বিহারে যাচ্ছিল ঐ ট্রাকটি। ওই কন্টেনের ট্রাকের ভেতরে ছিল বাঁশ। আর প্রচুর পরিমাণে মদের প্যাকেট রাখা ছিল বাঁশের নিচে। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া মদের মূল্য কয়েক লক্ষ টাকা। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে আটক করেছে আবগারি দপ্তর।