প্রসেনজিৎ রাহা,৬আগস্ট,শিলিগুড়ি: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ফের শাল কাঠ উদ্ধার করল বন বিভাগ। বৃহস্পতিবার রাতে বেলাকোবার মানতাদারির কাছে এই অভিযান চালায় বনকর্মীরা। নেতৃত্ব দেন বৈকুন্ঠপুর বনবিভাগের শারুগাড়া এমপিপি-১ রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বনদপ্তর এর রেঞ্জার সঞ্জয় দত্ত। জানা গেছে ওদলা বাড়ির দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানে করে শাল কাঠ নিয়ে যাচ্ছিল কাঠ মাফিয়ারা। জানা গিয়েছে ওই কাঠ শিলিগুড়ি মেডিকেল মোড়ের কাছে একটি দোকানে নিয়ে যাওয়া হচ্ছিল।
কিন্তু বনদপ্তরের অভিযানে তার আগেই আটক হয় পিকআপ ভ্যানসহ কাঠ জলপাইগুড়ি জেলার বেলাকোবার মানতাদারী এলাকায়। চোরাই কাঠ বোঝাই গাড়িটির উপরে তুশের বস্তা দিয়ে তার ওপর পুরো ত্রিপল দিয়ে ঢাকা ছিল, আর তার মধ্যেই পাওয়া যায় এই চোরাই কাঠ।
বন কর্মীরা জানিয়েছেন,আটক হওয়া ১০ টি শাল কাঠের লগের আনুমানিক দাম পাঁচ লক্ষ টাকা। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম অভিজিৎ দে সরকার ও চার্জার কুজুর। দুজনের বাড়ি দার্জিলিং জেলার খড়িবাড়ি এলাকায় বলে জানিয়েছে বনদপ্তর। অভিযুক্তদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।