শিলিগুড়ি,২৫এপ্রিল,প্রসেনজিৎ রাহাঃ যেখানে মৃত্যুভয়ে বিচলিত যমরাজও মাক্স পড়েছেন, সেখানে আপনারা মাক্স পড়বেন না কেন ? এই বলে পথচলতি মানুষের সামনে হাত জোড় করে মাস্ক পড়ার অনুরোধ করলেন স্বয়ং যমরাজ।কি ভাবছেন? এটাই ভাবছেন তাই তো! যমরাজ কি ভাবে সচেতন থাকার সর্বোপরি বেঁচে থাকার বার্তা দিচ্ছে? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি,
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে আজ ঘুরে বেড়ালেন স্বয়ং যমরাজ,
তবে হ্যাঁ,উনি স্বর্গ থেকে আসেন নি। কলকাতা পুলিশের পুলিশকর্মী বাপন দাস কে দেখা গেল যমরাজের সাজে পথে নেমে সাধারণ মানুষকে সচেতন করতে। মাক্স এবং স্যানিটাইজার ও বিলি করছেন। আজ তিনি যমরাজ সেজে মুখে মাস্ক পরে ইসলামপুরের রাস্তায়, হাসপাতাল সংলগ্ন এলাকা এবং টার্মিনাস এলাকার বিভিন্ন পথচারী, বাইক আরোহী, ই রিক্সা চালক, ও বাস যাত্রীদের মাক্স পড়ার অনুরোধ করার পাশাপাশি করোনা সম্পর্কে নানান রকম বার্তা দিলেন, বললেন, যেখানে মৃত্যুভয়ে বিচলিত যমরাজও মাক্স পড়েছে, সেখানে আপনারা মাক্স পড়বেন না কেন ?
এরপর সবাইকে হাতজোড় করে মাক্স পড়ার জন্য অনুরোধ করেন কলকাতার পুলিশের ঐ কর্মী বাপন দাস। তিনি পুলিশ কর্মীর পাশাপাশি একজন প্রকৃত সমাজকর্মীও । নিজে বাঁচুন অন্যকে বাঁচান এমনই বার্তা লেখা সাইনবোর্ড গলায় ঝুলিয়ে অভিনব কায়দায় করোনা সচেতনতার প্রচার করলেন বাপন বাবু ।তিনি বলেন ,করোনার বিরুদ্ধে লড়াই করতে গেলে ও এর থেকে বাঁচতে গেলে একমাত্র উপায় মাক্স এবং স্যানিটাইজার।আর অবশ্যই নজর রাখতে হবে সোশ্যাল ডিসটেন্স এর ওপরও। তাই এই অভিনব কায়দায় মানুষকে সচেতন করতে আজ ইসলামপুরের পথে পথে ঘুরে বেড়াতে দেখা গেল পুলিশকর্মী তথা সমাজসেবী বাপন দাস কে।