শিলিগুড়ি,২১জুন,পরিমল রায়: আজ ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবস। গোটা বিশ্ব ও দেশের পাশাপাশি আজ যোগ দিবস দিনটি পালন করা হল শিলিগুড়ি জেলা ভারতীয় জনতা পার্টির কার্যালয়েও৷ এদিনের যোগ দিবসে কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া—নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন, শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি সাধারন সম্পাদক প্রসেনজিৎ পাল সহ অন্যান্য বিজেপি কর্মী—সমর্থকেরা৷
এদিনের কর্মসূচীতে যোগা শেখান রোশনি শর্মা এবং রেখা শর্মা৷ যোগব্যায়াম এর উপকারিতা এবং গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিধায়ক আনন্দময় বর্মন ও বিধায়ক শঙ্কর ঘোষ৷ যোগ হল প্রাচীন ভারতের এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাবিধান। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। এরপর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করেন।
তার পর থেকে প্রতিবছর ভারতবর্ষের সঙ্গে গোটা বিশ্ব এই দিনটিকে বিশ্ব যোগ দিবস হিসাবে পালন করা হয়৷ তারই অঙ্গ হিসেবে আজ শিলিগুড়ির বিজেপি দলীয় কার্যালয়ে যোগা কর্মসূচিতে অংশগ্রহণ করে আজকের দিনটি পালন করলেন বিজেপির কর্মী সমর্থক ও নেতারা।