দিল্লি,২১জুন,ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক: আজ আন্তর্জাতিক যোগ দিবস।২০১৫ সালে প্রথমবার এই যোগ দিবস অনুষ্ঠান পালন হয় ভারতে। আন্তর্জাতিক যোগ দিবসে চলতি বছরের থিম ‘যোগা ফর ওয়েলনেস।’ সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসে ভারচুয়ালি জাতির উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী।করোনার ধাক্কায় প্রায় বেসামাল গোটা দেশ। এই পরিস্থিতিতে শারীরিক সমস্যা যেমন চিন্তার কারণ ঠিক তেমনই একাকীত্বও গ্রাস করছে অনেককেই। বর্তমান পরিস্থিতিতে মনের জোর বাড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে একমাত্র হাতিয়ার হতে পারে যোগব্যায়াম।সপ্তম যোগ দিবসে জাতির উদ্দেশে ভাষণে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ‘এম যোগা’ নামে একটি অ্যাপেরও ঘোষণা করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, ‘এম যোগা’ অ্যাপে বিভিন্ন ভাষায় যোগাভ্যাসের বিস্তারিত তথ্য থাকবে। বিভিন্ন প্রশিক্ষকরা শেখাবেন যোগাসন। যোগ দিবসের অনুষ্ঠান শেষের আগে আরও একবার ‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’র উপর জোর দেন প্রধানমন্ত্রী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় ‘এম যোগা’ অ্যাপকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেন মোদি। করোনা রোগীদের চিকিৎসাতেও যোগাসনের উপরেই জোর দিয়েছেন প্রধানমন্ত্রী ।আজ বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন করোনা রোগীদের চিকিৎসাতেও যোগাভ্যাসের আলাদা গুরুত্ব রয়েছে। এই সংক্রান্ত একাধিক ভিডিও তাঁর নজরে পড়েছে বলেও জানান মোদি।
যোগাভ্যাসের মাধ্যমে সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হয় বলেও জানান তিনি। মোদি আরও জানান, যোগাভ্যাসের মাধ্যমে নেতিবাচক মানসিকতা দূর হয়। বেড়ে ওঠে উদ্ভাবনী ক্ষমতা। তাই শিশুদের অনলাইন ক্লাসেও কমপক্ষে ১৫ মিনিট যোগাভ্যাসের উপর জোর দিয়েছেন তিনি। বিভিন্ন জায়গায় করোনার চিকিৎসাতেও যোগাসনের গুরত্ব নিয়েও গবেষণা হচ্ছে বলেও যোগ দিবসে জানান প্রধানমন্ত্রী।