শিলিগুড়ি,৫মে,গৌতম সিংহ:দুই যুবকের মধ্যে হাতাহাতি,আর তার জেরেই খুন। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা এলাকায়। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে পশ্চিম ধনতলা এলাকায় মহানন্দা নদীর চরে দুই যুবকের মধ্যে হাতাহাতি হয় মঙ্গলবার রাতে।এই ঘটনায় মহিদুল ইসলাম নামে 26 বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। মহানন্দা নদীর পাশে
রক্তাক্ত অবস্থায় ওই যুবককে স্থানীয়রা দেখতে পেয়ে তার পরিবারকে খবর। এরপর স্থানীয় বাসিন্দারা এবং বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নার্সিংহোমে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে এই ঘটনার সাথে কোন রাজনৈতিক সম্পর্ক নেই বলে জানা গিয়েছে। দুই বন্ধুর মধ্যে অশান্তির জেরেই খুন হয়েছে মইদুল।
কয়েকদিন বাদেই তার বিয়ে হবার কথা ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মজিবুর রহমান ।
বুধবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। তবে কি নিয়ে অশান্তির জেরে এই খুন তা এখনো স্পষ্ট নয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোটা ঘটনায় মঙ্গলবার রাতে ফুলবাড়ির পশ্চিম ধনতলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়িয়ে পড়েছিল পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে।