জাহিরুল হক,৮জুলাই, শিলিগুড়ি়: বুধবার রাত নয়টা নাগাদ শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ীর মার্ডার মোড় সংলগ্ন এলাকায় রহস্যজনক ভাবে খুন হওয়া বছর ত্রিশের এক যুবকের দেহ উদ্ধার করেছিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অবশেষে বৃহস্পতিবার পাওয়া গেলো তার পরিচয়।
জানা গেছে মৃত যুবকের নাম সাদ্দাম হোসেন,বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মণ্ডলবস্তিতে। বাড়িতে তার স্ত্রী সন্তান রয়েছে। কর্মসূত্রে তিনি ফুলবাড়ির জটিয়াকালীতে কোনো এক বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে তার দাদার শশুরবাড়ীও রয়েছে বলে জানা গেছে। নিউ জলপাইগুড়ি থানা পুলিশ সূত্রে জানা গেছে সে ফুলবাড়ীতে পাথরের ব্যবসা করতো।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ী মার্ডার মোড়ে ক্যানেল এর রাস্তায় ওপরে বুধবার রাতে রক্তাক্ত অবস্থায় ঐ যুবক পড়েছিল। স্থানীয়রা তার চিৎকার শুনে ছুটে আসে ঘটনাস্থলে। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে দেখে নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে তাদের এবং পুলিশের সন্দেহ ওই যুবককে
এলোপাতাড়ি ভাবে কুপিয়ে খুন করা হয়েছে । রক্তাক্ত ওই যুবককে উদ্ধার করে স্থানীয় নার্সিং হোমে নিয়ে যায় পুলিশ। তখন গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ছিল সে। স্থানীয় বাসিন্দাদের রক্তাক্ত অবস্থায় পথে পড়ে থাকা ওই যুবক জানায় তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার দাসপাড়ায়।
গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ফুলবাড়ী এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রত্যেকদিন সন্ধানমার পর ফুলবাড়ীর এই এলাকা অন্ধকারছন্ন হয়ে যায়। রাস্তার ধারে কোনরকম লাইটের ব্যবস্থা নেই।ক্যানেল এর পাশেই ফুলবাড়ী পূর্বতন ধনতলা উচ্চ বিদ্যালয় রয়েছে,রাত হলেই ঐ অন্ধকার জায়গাগুলিতে প্রত্যেকদিন বসে জুয়া এবং মদের আসর। সেখান থেকেই ঘটে যায় নানান রকম ছোটখাটো অপ্রীতিকর ঘটনা।কিন্তু ফুলবাড়ির মতো শান্ত জায়গায় এত বড় খুনের মতো ঘটনা কিভাবে ঘটে গেল তা কল্পনাও করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।
অবিলম্বে ফুলবাড়ীর পূর্বধলা উচ্চ বিদ্যালয় এবং ক্যানেল এর ধারে পথবাতির লাগানোর দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। অপরদিকে মৃত যুবকের দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।সাদ্দাম হোসেন নামে ওই যুবককে কে বা কারা কি কারণে খুন করল তার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মৃত যুবকের মোবাইল ফোন থেকে তথ্য জোগাড়ের চেষ্টা চালাচ্ছে পুলিশ। জাহিরুল হকের রিপোর্ট ফ্লাশ মিডিয়া নিউজ।